স্মৃতি বিজড়িত সোনালী স্কুলের ক্যানভাস
জীবনের ক্যানভাসে এমন কিছু স্মৃতির ছবি আঁকা থাকে যা কোনোদিন ভুলে থাকা যায় না। ঘুমহীন চোখে সেইসব স্মৃতিরা ক্রমাগতই যেন পিছু টানতে থাকে আর তখনি কালের তরীতে ভেসে হারিয়ে যাই স্কুলের সেই সোনালি শৈশবের দিনগুলোতে !
— স্যার বলতো :- বাড়ির কাজ সবাই করেছো?
স্টুডেন্ট বলতো :- “জ্বি স্যার “
— স্যার বলতো সবাই বুঝতে পেরেছো না বুঝলে আবার জিগ্যেস করো।
স্টুডেন্ট বলত :- হ্যাঁ স্যার বুঝেছি। আর না বুঝলেও জিগ্যেস করবেনা হয়তো জিগ্যেস করলে তাকে আরো কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, না হয় তখন স্কুলের টিফিনের সময়, অথবা ঘন্টার শেষের দিকে ছিলো না হয় ছুটির টাইম ছিলো। কত মজার একটা টাইম। স্মৃতিরা এমনই। আর সকল স্যারের তুলনা অতুলনীয়।
স্কুলের বন্ধু-বান্ধব মানে একটা গভীর বন্ধন। ভালবাসার নাম বন্ধুত্ব। ঠিক তেমনি আমারো অনেক বন্ধু ছিলো স্কুল লাইফে। যারা আমার সুখে-দুঃখে সব-সময় পাশে ছিলো।
কত এঁকেছি জীবনের স্বর্নালী দিগন্তের ছবি স্মৃতির ক্যানভাসে স্বপ্ন রংয়ের আঁচরে প্রাপ্তির উচ্ছ্বাসে রঙিন জীবনের কোলাহলে
সময়হীন ফ্রেমে।স্মৃতির পাতায় ডুকরে কাঁদে বেদনার মুহূর্তগুলো বিবর্ণ বর্ণে আর কত আঁকব বল হতাশার হতাশ।


